<p>পাকিস্তান শাসিত কাশ্মিরে রবিবার জেল ভেঙ্গে ২০ জন কয়েদি পালিয়ে গেছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এ সময় পালাতে গিয়ে ‘ক্রসফায়ারে’ একজন মৃত্যু হয়েছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।</p> <p>ঘটনাটি ঘটেছে রাজধানী মুজাফফরাবাদ থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণের শহর রাওয়ালাকোটের পুঞ্চ জেলা কারাগারে।</p> <p>আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বদর মুনির জানান, কয়েদিদের কাছে একটি পিস্তল ছিল। তারা একজন প্রহরীকে জিম্মি করে অস্ত্রটি রাখতেন।</p> <p>মুনির আরো জানান, তারা অস্ত্রটি কারাগারের কর্মকর্তাদের কাছ থেকে নিয়েছে নাকি বাইরে থেকে এনেছে, তা স্পষ্ট নয়।</p> <p>কাশ্মীর কারাগারের মহাপরিদর্শক ওয়াহেদ আলি গিলানি বলেন, ২০ জন কয়েদি কারাগার থেকে পালিয়ে গেছে। এসময় পালাতে গিয়ে ক্রসফায়ারে একজন নিহত হয়েছে। বাকি ১৯ জন পলাতক রয়েছে।</p> <p>স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা রিয়াজ মুঘল বলেছেন, পুলিশ রাওয়ালাকোটের প্রবেশ ও প্রস্থান পয়েন্টগুলি বন্ধ করে রেখেছে। এছাড়া পালিয়ে যাওয়া কয়েদিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান চলছে।</p> <p>প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কারাগারগুলো অতিরিক্ত কয়েদি, বেহাল দশা, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত। এছাড়াও ধীর গতির বিচার প্রক্রিয়ার কারণে কয়েদিদের দীর্ঘমেয়াদে জেলে অবস্থানের জন্য ঘটনাও ঘটছে।</p> <p>জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা অতীতেও পাকিস্তানে বেশ কয়েকটি জেল ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে। যার মধ্যে ২০১২ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে জেল ভেঙে ৪০০ জন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা অন্যতম বলে জানায় এএফপি।</p>