<p>কক্সবাজার জেলার উপজেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কমিটি একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। এক দিনেই তিনটি উপজেলা কমিটি ভেঙে দুই উপজেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। </p> <p>ভেঙে দেওয়া তিনটি কমিটি হলো- উখিয়া, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলা। নতুন ঘোষিত দুই উপজেলা কমিটি হলো উখিয়া ও কুতুবদিয়া। নবগঠিত দুই উপজেলা কমিটির মধ্যে উখিয়া উপজেলায় আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বিলুপ্ত কমিটির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে। নতুন কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক ও সুলতান মাহমুদ চৌধুরীকে করা হয়েছে সদস্য সচিব।</p> <p>অন্যদিকে কুতুবদিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে ছৈয়দ আহমদকে (সাবেক চেয়ারম্যান) আহ্বায়ক ও এম এ সালাম কুতুবীকে সচিব করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733985591-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/12/1456649" target="_blank"> </a></div> </div> <p>কক্সবাজার জেলা বিএনপির আওতাভুক্ত এসব কমিটি বিলুপ্ত ও নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। তারা গতকাল বুধবার (১১ ডিসেম্বর) এসব কমিটি বিলুপ্ত ও অনুমোদন করেন। </p> <p>জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উখিয়া, চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোটরসাইকেলে ফিরছিলেন ২ বন্ধু, বাসের পেছনে ধাক্কায় ১ জনের মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733979042-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোটরসাইকেলে ফিরছিলেন ২ বন্ধু, বাসের পেছনে ধাক্কায় ১ জনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/12/1456633" target="_blank"> </a></div> </div> <p>উখিয়া উপজেলা আহ্বায়ক কমিটিতে সরওয়ার জাহান চৌধুরীকে আহ্বায়ক ও সুলতান মাহমুদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এম মোকতার আহমদ, জহুর আহমদ চৌধুরী, তারেক মোহাম্মদ রাজিব চৌধুরী, ছাবের আহমদ কনট্রাক্টর ও দলিলুর রহমান শাহিন।</p> <p>অন্যদিকে কুতুবদিয়া উপজেলার আহ্বায়ক কমিটিতে ছৈয়দ আহমদকে (সাবেক চেয়ারম্যান) আহ্বায়ক ও এম এ সালাম কুতুবীকে সচিব করা হয়েছে। এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন এটিএম নূরুল বশর চৌধুরী (সাবেক এমপি), মোবারক হোসাইন (সাবেক চেয়ারম্যান), জালাল আহমদ (সাবেক চেয়ারম্যান), আকতার হোসাইন চেয়ারম্যান ও আবু মুছা কুতুবী। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1733978369-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/12/1456631" target="_blank"> </a></div> </div> <p>ইউসুফ বদরী জানান, চকরিয়া উপজেলা কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।</p> <p>সূত্র মতে, উখিয়া ও কুতুবদিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।</p>