<p>দক্ষিণ গাজার রাফাহ শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসকরা সোমবার জানিয়েছেন। তবে হামাস জানিয়েছে মৃতের সংখ্যা ১৫ জন। ইসরায়েল গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধে দেশটির বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। </p> <p>রবিবার হামাস কর্মকর্তারা জানিয়েছেন, গোষ্ঠীর উপ-গাজা প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল হামাসের পক্ষ থেকে কাতার এবং মিসরের মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে। ইসরায়েল রাফাহ আক্রমণের হুমকি দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারীরা একটি চুক্তি সম্পাদনের জন্য তাদের প্রচেষ্টা জোরদার করেছেন।</p> <p>রয়টার্সের সঙ্গে কথা বলেছেন হামাসের দুই কর্মকর্তা। তারা সর্বশেষ প্রস্তাবের বিষয়ে বিশদ কোনো বিবরণ প্রকাশ করেননি। তবে আলোচনার বিষয়ে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামাস শনিবার ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দেবে বলে আশা করা হচ্ছে। সূত্রটি আরো বলেছে, এতে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ৪০ জনেরও কম জিম্মিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির প্রথম ধাপের পর ইসরায়েল দক্ষিণ ও উত্তর গাজার মধ্যে অবাধ চলাচলের অনুমতি দেবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার করবে বলে সূত্রটি জানিয়েছে। এদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, কায়রোতে সোমবার হামাস প্রতিনিধিদল এবং কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা হবে। </p> <p>সূত্র : রয়টার্স</p>