<p style="text-align:justify">দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশ ও মানুষের কল্যাণে স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে দেশের জন্য। বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ। শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে সংগঠনটি।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রংপুর নগরীর বাহার কাছনা এলাকার বাসিন্দা গরিব অসহায় ও অসচ্ছল হাজেরা বানুর হাতে দেওয়া হলো আর্থিক সহায়তা।</p> <p style="text-align:justify">হাজেরা বানু বেগম বলেন, ‘আমার পক্ষাঘাতগ্রস্ত স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী থাকা অবস্থায় গত রবিবার মৃত্যুবরণ করেন। এখন আমি অসহায় হয়ে গেলাম। আপনাদের দেওয়া টাকা পেয়ে আমার অনেক উপকার হলো। আল্লাহ বসুন্ধরা শুভসংঘের সবাইকে ভালো করুক।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কায়ছুন নাহার কণা, ক্রীড়া সম্পাদক সুজাউর রহমান সুজা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শাহরিয়া তাননিম শ্রাবণী, সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান আদর প্রমুখ ।</p>