<p style="text-align:justify">ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দেশের সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ঘুষ চাইলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। </p> <p style="text-align:justify">গতকাল শনিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p> <p style="text-align:justify">এর আগে ঢাকার বিভিন্ন হাসপাতাল গতকাল পরিদর্শন করেন সমন্বয়করা। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকও করেন তারা।</p> <p style="text-align:justify">বৈঠক শেষে হাসনাত জানান, ‘সরকারি হাসপাতালে আহতদের সব চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।’<br />  </p>