<article> <p style="text-align: justify;">অব্যাহত দরপতনের বিষয়ে শেয়ারবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু আহমেদ তাঁর প্রতিক্রিয়া জানিয়ে কালের কণ্ঠকে বলেন, এক বছর ধরে শেয়ারবাজারে নতুন কোনো বিনিয়োগ আসেনি। বরং শেয়ারবাজার থেকে টাকা বের হয়ে গেছে। ফলে বাজারে শেয়ারের দরপতন অব্যাহত আছে।</p> <p style="text-align: justify;">শেয়ারবাজারে দরপতনের জন্য ব্যাংকের সুদের হার বাড়ানোকে দায়ী করে তিনি আরো বলেন, ‘বর্তমানে বন্ডে বিনিয়োগ করলে সাড়ে ১১ শতাংশ সুদ দিচ্ছে, এফডিআর করলে ১১ থেকে সাড়ে ১১ শতাংশ সুদ দিচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষ শেয়ারবাজারে কেন বিনিয়োগ করবে? ফলে সবাই এখন বন্ড ও এফডিআরে বিনিয়োগ করছে।’</p> </article> <article> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘দুর্বল কম্পানিগুলো তালিকাভুক্ত করায় বিনিয়োগকারীদের আশানুরূপ মুনাফা দিতে পারছে না। সরকারি কম্পানি ও দেশের স্বনামধন্য কম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত। আগামী বাজেটে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কম্পানিগুলোর করহারের পার্থক্য আরো বাড়িয়ে কম্পানিগুলোকে শেয়ার মার্কেটে তালিকাভুক্তিতে বাধ্য করা উচিত।’</p> </article> <article> <p style="text-align: justify;">আবু আহমেদ বলেন, ‘বাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতায় ফেরাতে সামনের বাজেটে কিছু প্রণোদনা রাখা যেতে পারে। বিশেষ করে বাজারে বিনিয়োগকারীদের বিভিন্ন ক্ষেত্রে করভার কিভাবে হ্রাস করে নীতিগত সুবিধা দেওয়া যায় এ বিষয়টি নিয়ে কাজ করা দরকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ বিষয়ে কাজ করা উচিত।’</p> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতিতে শেয়ারের দাম কমার হার সর্বনিম্ন ৩ শতাংশ নির্ধারণ করে দেওয়া সঠিক হয়নি। এতে করে বাজারের স্বাভাবিক গতি-প্রকৃতি নষ্ট হবে।’</p> </article>