<p>সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।</p> <p>বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ লঞ্চ দুটি রশি দিয়ে সদরঘাটের পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকে পড়ে। এ সময় ওই লঞ্চের ধাক্কা খেয়ে পন্টুনে বেঁধে রাখা এমভি তাসরিফ-৪-এর দড়ি ছিঁড়ে গেলে যাত্রীরা নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>পরে সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুল্যান্সে আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।</p> <p>নিহতরা হলেন- বেলাল হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৪) ও তাদের চার বছর বয়সি সন্তান মাইশা (৪)। নিহত অপর দুজন হলেন ঠাকুরগাঁওয়ের রবিউল (১৯) এবং পটুয়াখালীর রিপন হাওলাদার (৩৮)।</p> <p>ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।</p> <p>পাঁচজনকে আটকের কথা নিশ্চিত করে নৌ-পুলিশের পুলিশ সুপার কাজী নুশরাত এদীব লুনা বলেন, এখনো মামলা করা হয়নি। মামলা করার প্রক্রিয়া চলছে। এরপর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে নাম প্রকাশ করা হবে।</p> <p>এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৩টায় সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিচে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।</p>