kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৭ ডিসেম্বর, ২০২১ ১৬:১২ | পড়া যাবে ১ মিনিটেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের মেধাতালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের এ, বি এবং সি ইউনিটে ভর্তীচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি কমিটির ৭ম সভা শেষে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

এ ইউনিটে ২৩ হাজার ৯৫৫ জন, বি ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে সাত হাজার ৭৬২ জন ভর্তীচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকাসহ বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।সাতদিনের সেরা