kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

সবিশেষ

প্রেমপত্র পোড়াতে গিয়ে পুড়ে গেল বাড়ি!

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমপত্র পোড়াতে গিয়ে পুড়ে গেল বাড়ি!

প্রতীকী ছবি

এ যেন প্রেমের জ্বালায় দগ্ধে যাওয়া! যুক্তরাষ্ট্রের লিঙ্কন শহরের বাসিন্দা, ১৯ বছরের মেয়েটির সদ্য ব্রেকআপ হয়েছিল বয়ফ্রেন্ডের সঙ্গে। তাঁর দেওয়া প্রেমপত্রগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন প্রেমিকা। আর তা করতে গিয়ে পুড়ে গেল গোটা ঘর! এখন চার হাজার ডলারের ক্ষতিপূরণ গুনতে হতে পারে তরুণীকে।

পুলিশ জানিয়েছে, সোমবার একটি আবাসন থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় তারা। দেখে, একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই তরুণী আগুন জ্বালিয়ে মাটিতে ফেলে দেন প্রেমপত্র। এর পরই কাঁদতে কাঁদতে পাশের ঘরে চলে যান তিনি, ঘুমিয়েও পড়েন কিছুক্ষণের জন্য। এদিকে ওই জ্বলন্ত চিঠি থেকে আগুন বাড়তে বাড়তে ক্রমে ছড়িয়ে পড়ে কার্পেটজুড়ে। ফায়ার সার্ভিস-কর্মীরা পৌঁছে আগুন নেভান কিছুক্ষণের মধ্যেই।

জানা গেছে, চার হাজার ডলারের সমান ক্ষতি হয়েছে ভবনের। যদিও কেউ হতাহত হয়নি। তবে আগুন বাড়লে বিপদ হতে পারত। অন্যমনস্কতা ও অবহেলার কারণে ভবনের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে তরুণীর বিরুদ্ধে। গুনতে হতে পারে জরিমানার অঙ্কও। 

সূত্র : দ্য ওয়াল।

মন্তব্যসাতদিনের সেরা