<p>সহজলভ্য, ব্যতিক্রমী ডিজাইন ও টেকসই হওয়ায় স্টেইনলেস স্টিলের তৈরি গয়না বেশ জনপ্রিয়। মূলত আয়রন ও ক্রোমিয়াম সংকর ধাতুর মিশ্রণে তৈরি করা হয় এই গয়না। হাতঘড়ি, কানের দুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গয়নায় ব্যবহৃত হচ্ছে এই ধাতু। স্টেইনলেস গয়নায় সহজে মরিচা ধরে না, কিন্তু ব্যবহারের কারণে এটি বিবর্ণ হয়ে যেতে পারে। হাতের কাছে থাকা ঘরোয়া উপাদান দিয়েই এ ধরনের গয়না পরিষ্কার করা যায়। জেনে নিন সেসব পদ্ধতি-</p> <p><strong>ডিশওয়াশিং লিকুইড</strong><br /> প্রথমে একটি বাটিতে কুসুম গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। তারপর আস্তে আস্তে ফেনা তৈরি করুন। পাশে আরেকটি বাটিতে গরম পানি তৈরি করুন।<br /> এরপর গয়না পানিতে ছেড়ে দিন। ৫ মিনিটের জন্য এভাবে রেখে দিন। এবার একটি ব্রাশের সাহায্যে আলতোভাবে স্টেইনলেস স্টিলের গয়না পরিষ্কার করুন, যাতে প্রতিটি কোনায় ব্রাশ পৌঁছয়।<br /> ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর পাশে রাখা বাটিতে গয়নাগুলো ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। এবার মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন সেসব।</p> <p><strong>বেকিং সোডা</strong><br /> একটি ছোট পাত্রে দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।<br /> এই মিশ্রণটি দিয়ে একটি ব্রাশের সাহায্যে আস্তে আস্তে গয়না পরিষ্কার করুন।<br /> এবার একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে ধুয়ে ফেলুন। তারপর মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্যস, চকচকে হয়ে উঠবে শখের গয়না।</p>