<p style="text-align:justify">খুলনায় অপহরণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক রাকিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">এর আগে নগরীর সোনাডাঙ্গা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ মামলার ২ নম্বর আসামি সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খুলনা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর রিবন খান ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।</p> <p style="text-align:justify">মামলার বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।</p> <p style="text-align:justify"><br />  </p>