<p>যেকোনো কাজেই প্রয়োজনীয় কিছু টিপস জানা থাকলে কাজ সহজ হয়ে যায়। ঘরের কাজে সেটি আরো বেশি। কেননা ছোট ছোট টিপস বড় ঝামেলা থেকে মুক্তি দেয়। জেনে নিন গৃহস্থালি কিছু টিপস- </p> <ul> <li>নিমপাতা ভেজানো বা সিদ্ধ পানিতে ঘর মুছুন। পোকামাকড়ের উপদ্রব কমবে। নিমপাতা তোশক বা গদির তলায় রাখুন, পোকামাকড় হবে না।</li> <li>রাতের দিকে বেসিনের পাইপের মুখে মাঝে মাঝে আধা কাপের মতো ভিনেগার ঢেলে দিয়ে রাখুন। সকালে দুই মগ পানি ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে।</li> <li>দই যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দেবেন না। বাড়িতে কারিপাতার গাছ থাকলে তার গোড়ার মাটিতে দিন। এতে পাতার তেজ ও সুগন্ধ দুই-ই বাড়বে।</li> <li>বাচ্চাদের ঘরে মাছি, পিঁপড়া হয়। যদি লবণ, সেনিটাইজ বা সেভলন ছিটিয়ে ঘর মোছা যায়, তাহলে পিঁপড়া ও মাছি কম হবে।</li> <li>অনেক সময় ঘরে বা রান্নাঘরে সাপ ঢুকে যায়। কিছুটা রসুন বেটে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিলে ঘরের ভেতর সাপ ঢুকবে না।</li> <li>ওভেনে রান্নার সময় কিছু উপচে পড়ে গেলে লবণ ছিটিয়ে দিন। ওভেন ঠাণ্ডা হয়ে গেলে পোড়া জিনিসগুলো ভিজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মুছে দিন।</li> <li>সিংকের মুখ বন্ধ হয়ে গেলে লবণ পানি ফুটিয়ে সিংকের মুখে ঢেলে দিন। পরিষ্কার হয়ে যাবে।</li> <li>বালতি বা ড্রাম ফুটো হয়ে গেলে ওই জায়গা পরিষ্কার করে শুকিয়ে নিয়ে চুন গুঁড়া করে নারিকেল তেল এবং গুঁড়া সাবান মিশিয়ে মিশ্রণটি লাগান, ফুটো বন্ধ হয়ে যাবে।</li> <li>আস্ত ধনিয়াতে পোকা ধরেছে বলে ফেলে দেবেন না। ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিন। ধনেপাতার চাষ হবে আপনার বাগানে।</li> <li>অ্যাকোয়ারিয়ামের পানি ফেলে দেবেন না। গাছের গোড়ায় দিন। সার হিসেবে চমৎকার কাজ করবে।</li> <li>কাজুবাদাম ব্যবহারের সময় খোসাটা ফেলে দেওয়া হয়। ওই ফেলে দেওয়া খোসাই গোলাপগাছের সেরা সার।</li> <li>মাছি তাড়াতে পুদিনাপাতা ব্যবহার করুন। ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ-ছয় গাছি পুদিনাপাতা রেখে দিন খাবার টেবিলে। তিন দিন অন্তর পানি বদলে দেবেন। পানি অনুকূল হলে কিছুদিনের মধ্যে পুদিনার চারাও গজিয়ে যাবে।</li> </ul>