kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

অবশেষে স্বীকার করলেন সন্দীপ্তা

বিনোদন ডেস্ক   

৩০ জুন, ২০২২ ১৫:০৩ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে স্বীকার করলেন সন্দীপ্তা

সন্দীপ্তা সেন

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। এখন ওয়েব সিরিজেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। বিভিন্ন সময়ে তার প্রেম নিয়ে খবর প্রকাশ হয়েছে। টাপুর টুপুর সিরিয়াল অভিনেত্রী সেসব খবরকে পাত্তা দেননি।

বিজ্ঞাপন

তবে এবার আর উড়িয়ে দিলেন না,  প্রেমের কথা অকপটে স্বীকার করলেন সন্দীপ্তা সেন। তার প্রেমিকের নাম সৌম্য মুখোপাধ্যায়।  

সম্পর্ক কিভাবে হলো?  জানতে চাইলে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, 'আমার এক বন্ধুর মিউজিক ভিডিওর লঞ্চিং ছিল। সৌম্য এবং আমি দুজনই নিমন্ত্রিত ছিলাম। সেখানেই ওর সঙ্গে আমার আলাপ, তবে তখনো প্রেম হয়নি। বেশ কয়েক মাস পর আমাদের সম্পর্কের শুরু হয়। '

জানা গেছে, সন্দীপ্তার প্রেমিক করপোরেট জগতে রয়েছেন। অভিনেত্রীর ভাষ্য, 'পেশাটা মূল কথা নয়। আসলে ও ভীষণই সৎ একজন ছেলে। আমাদের চিন্তাভাবনা খুব মিলে যায়। '

বিয়ে কবে করছেন প্রশ্নের জবাবে সন্দীপ্তা বলেন, 'এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে করলে অবশ্যই জানাব। '

কিছুদিন আগেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা। বেড়াতে যাওয়ার বেশ কিছু ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।সাতদিনের সেরা