<p style="text-align:justify">বন্যাদুর্গতদের সুপেয় পানি সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মারা যান তিনি।</p> <p style="text-align:justify">নিহত ওই তরুণ লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদ্রা গ্রামের বাসিন্দা মো. খোরশেদ আলমের ছেলে। তিনি চলতি বছর লাকসামের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছেন।</p> <p style="text-align:justify">শুক্রবার (২৩ আগস্ট) নিহত ওই তরুণকে তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটি বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে স্বজনরা বালি ফেলে উঁচু করে কোনোমতে দাফনের ব্যবস্থা করেছেন।</p> <p style="text-align:justify">পারিবারিক সূত্রে জানা যায়, এলাকার বন্যাকবলিত কিছু মানুষ তাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনার দিন রাতে বন্যাকবলিত ওই মানুষগুলোর জন্য পানির ব্যবস্থা করতে গিয়ে শিহাব বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।</p> <p style="text-align:justify">শিহাবের এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।</p>