<p style="text-align: justify;">পবিত্র ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য ৪ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পর্যটকরা যাতে অবাধে বিচরণ করতে পারেন এবং থাকা খাওয়া থেকে শুরু করে কোনো বিষয়ে যাতে হয়রানির শিকার না হন সে দিকে ট্যুরিস্ট পুলিশ লক্ষ্য রাখবে। </p> <p style="text-align: justify;">শনিবার (১৫ জুন) বিকেলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা এ তথ্য জানান।</p> <p style="text-align: justify;">সংবাদ সম্মেলনে তিনি জানান, পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে কাজ করবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ছিনতাই বা এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা থেকে পর্যটকদের নিরাপদ রাখা ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব যথাযতভাবে পালন করা হবে।</p> <p style="text-align: justify;">সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিয়ানমারের সমস্যার কারণে আমাদের পর্যটন খাত সমস্যায় পড়ছে। কক্সবাজার বিচেও অনেক রোহিঙ্গা ছিনতাইকারী সক্রিয় আছে। অনেক হোটেলে অসমাজিক কার্যকলাপেও রোহিঙ্গারা জড়িত। তাই রোহিঙ্গা সংকট আমাদের জন্য বড় সমস্যা।‘ এ সময় তিনি বিচ ভিক্ষুক এবং হকার মুক্ত রাখার কথা জানান তিনি।</p> <p style="text-align: justify;">সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আবুল কালামসহ কক্সবাজারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।<br />  </p>