<p>ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চলছে। উপজেলার একটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের ভিডিও ধারণ ও ছবি তুলতে বাধা ও অসদাচরণ করার অভিযোগ উঠেছে এসি ল্যান্ডের বিরুদ্ধে।</p> <p>মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বকশিগঞ্জের নিলাখিয়া ইউনিয়নের নিলাখিয়া পাবলিক কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকরা বিষয়টি নিয়ে সেই এসি ল্যান্ডের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে গাড়িতে উঠে চলে যান।</p> <p>প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সকালে ওই ভোটকেন্দ্রের একটি কক্ষে ইভিএমে প্রতীক না আসার অভিযোগ তোলেন ভোটাররা। বিষয়টি নিয়ে জানতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা এনটিভি ও মাইটিভির জামালপুর জেলা প্রতিনিধিদের ছবি-ভিডিও করতে বাধা দেন। এ সময় তাদের সঙ্গে অসদাচরণসহ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।</p> <p>এরপর উপস্থিত সাংবাদিকেরা নিচে নেমে সিনিয়র সাংবাদিকদের জানান। সেখানে থাকা ১৫-২০ জন সাংবাদিক এসি ল্যান্ডের সঙ্গে কথা বলার জন্য আধা ঘণ্টা অপেক্ষা করেন। পরে এসি ল্যান্ড দোতলা ভবন থেকে নিচে নেমে এলে ঘটনার কারণ জানতে চান উপস্থিত সাংবাদিকরা। কিন্তু এসি ল্যান্ড কোনো উত্তর না দিয়ে তড়িঘড়ি করে পুলিশ বেষ্টনীর মধ্য দিয়ে চলে যান।</p> <p>এ বিষয়ে এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ বলেন, 'এসি ল্যান্ড হঠাৎ উত্তেজিত হয়ে বলতে থাকেন, সাংবাদিকরা কোনো ছবি, ফুটেজ তুলতে পারবে না। তিনি ভোটকেন্দ্রের বাইরে থেকে ছবি তুলতে ও ফুটেজ নিতে বলেন। তখন আমি বলি, সাংবাদিকরা কোথায় ফুটেজ নিতে পারবে, আর কোথায় ফুটেজ নিতে পারবে না সেটা আমরা জানি।’ </p> <p>এ সময় এসি ল্যান্ড উত্তেজিত হয়ে আমাদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন এবং আইন প্রয়োগ করার হুমকি দেন।'</p> <p>এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। '</p> <p>এদিকে এ নিয়ে জানার জন্য রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।</p> <p>তবে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, গোপন বুথের ভিডিও ও ছবি তোলা যাবে না। সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নাই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখার কথা জানান তিনি।</p>