<p style="text-align: justify;">দলের কাঙ্ক্ষিত পদ না পাওয়ার ক্ষোভে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদরের ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া (৫০)। আজ বুধবার দুপুরে ঢোলার বাজার এলাকায় প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে যুবলীগের রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।</p> <p style="text-align: justify;">বাবলু মিয়া একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। দুধ দিয়ে তাঁর গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। </p> <p style="text-align: justify;">বাবলু মিয়া জানান, দীর্ঘদিন তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। জীবনের অনেক সময় রাজনীতিতে ব্যয় করলেও দল তাঁকে সম্মানজনক কোনো পদ দেয়নি। দল তাঁকে বঞ্চিত করেছে। তাই মনের দুঃখে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন। জীবনে আর কোনো দিন রাজনীতি করবেন না বলে জানান তিনি।</p>