<p>অপচয় অর্থনৈতিক মন্দার অন্যতম একটি কারণ। ব্যক্তি পর্যায়ের ক্ষুদ্র ক্ষুদ্র অপচয় হিসাব করলে দেখা যায়, তা জাতীয় পর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলছে। মানুষের জন্য অভাব আর অসচ্ছলতা ডেকে আনছে। ইসলামের দৃষ্টিতে অপচয় করা নিন্দনীয় কাজ। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অপচয় করতে নিষেধ করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। আর পানাহার করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)</p> <p>আমরা প্রতিদিন ঘরে কিংবা রেস্তোরাঁয় যে খাবার অপচয় করি, তা আমাদের কাছে খুবই হালকা বিষয় মনে হয়। কিন্তু  এ নিয়ে প্রকাশিত পরিসংখ্যানগুলো দেখলে বোঝা যায় যে আমরা আসলে কত বড় ভুল করছি। আল্লাহর দেওয়া রিজিক আমরা কিভাবে নষ্ট করছি। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউনেপ ২০২১ সালে ফুড ওয়েস্ট ইনডেক্স নামে রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে বছরে এক কোটি ছয় লাখ টন খাদ্য অপচয় হয়। মাথাপিছু খাদ্য অপচয়ের হারও বাংলাদেশে বেশি। ইউনেপের ওই ইনডেক্স অনুযায়ী একজন বাংলাদেশি বছরে ৬৫ কেজি খাদ্যোপাদান কিংবা তৈরি খাদ্য নষ্ট করে। (বিবিসি)</p> <p>উল্লিখিত খাবারের বাজারমূল্য হিসাব করলেও দেখা যাবে, আমরা প্রতিবছর কী পরিমাণ সম্পদ অপচয় করছি। এভাবে অপচয় করা কি আল্লাহর নিয়ামতের অবহেলা নয়? আর আল্লাহ বলেছেন, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তিনি তাদের নিয়ামত সংকীর্ণ করে দেবেন। (সুরা : ইবরাহিম, আয়াত : ৭)</p> <p>তবে এর মানে এই নয় যে অপচয় রোধ করতে গিয়ে কৃপণতা অবলম্বন করবে।</p> <p>মহান আল্লাহ কৃপণদের পছন্দ করেন না। অপচয় ত্যাগ করার অর্থ হলো মধ্যপন্থা অবলম্বন করা। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ‘তুমি একেবারে ব্যয়কুণ্ঠ হয়ো না, আর একেবারে মুক্তহস্তও হয়ো না, তাহলে তুমি তিরস্কৃত, নিঃস্ব হয়ে বসে থাকবে।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৯)</p> <p>বিষয়টি হাদিস শরিফে এভাবে এসেছে, পানাহার করো, সদকা করো আর পোশাক পরিধান করো, যতক্ষণ তা অপচয় ও অহংকার মিশ্রিত না হয়। (ইবনে মাজাহ, হাদিস : ৩৬০৫)</p> <p>উল্লেখ্য, আল্লাহর অবাধ্যতায় (পাপ কাজে) খরচ করা অপব্যয় এবং আল্লাহর পথে খরচ না করা কৃপণতা। আর আল্লাহর নির্দেশানুসারে ও তাঁর আনুগত্যের পথে খরচ করা হলো মধ্যপন্থা অবলম্বন করা। (ফাতহুল কাদির) অনুরূপ আবশ্যকীয় খরচে ও বৈধ খরচেও সীমা অতিক্রম করা অপব্যয় বলে গণ্য।</p> <p>অতএব, সে ক্ষেত্রেও সাবধানতা ও মধ্যপন্থা অবলম্বন করা একান্ত জরুরি।<br />  </p>