<p>মাদারীপুরের শিবচরে লোহার ফটকের নিচে চাপা পড়ে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার মাদবরচর ইউনিয়নের বেইলি ব্রিজ বাজারে এই দুর্ঘটনায় পড়েন আ. কাদির হাওলাদার (৫৫) নামের ওই নৈশ প্রহরী। তিনি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে বেইলি ব্রিজ বাজারে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন আ. কাদির। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার আগে বাজারের রাসেল খলিফার মালিকানাধীন খলিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে গিয়ে দোকানের তালা যাচাই করছিলেন তিনি। এ সময় দোকানের সামনে দেয়ালে ঠেস দিয়ে রাখা প্রায় ৩০০ কেজি ওজনের লোহার ফটক তাঁর শরীরের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শিবচর থানার এসআই মো. আল-আমিন শেখ বলেন, দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় অসাবধানতাবশত লোহার ফটকটি শরীরের ওপর পড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।</p> <p> </p>