<p>আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুরে কিশোর দলের পাল্টাপাল্টি হামলায় যুবলীগের দুই নেতাসহ তিনজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মির্জাপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বজলু মিয়ার ছেলে আবিদ হোসেনের (১৮) মির্জাপুর ক্লাবে প্রবেশ করাকে কেন্দ্র করে কিশোর দলের দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সন্ধ্যায় প্রতিপক্ষ কিশোর দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবিদকে জখম করে।  এই ঘটনার জের ধরে আবিদের পক্ষের কিশোর দলের সদস্যরা পৌর এলাকার বাইমহাটী গ্রামের মতিন মিয়ার ছেলে নোমান হোসেনকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রাত ৮টার দিকে ওই কিশোর দল বাওয়ার কুমারজানী রোডের যুবলীগ নেতা কাওছার আহমেদ জিএমের ব্যক্তিগত অফিসে গিয়ে তাঁকে এবং তাঁর ছোট ভাই আহমেদ ইরাজকে মারধর এবং অফিস ভাঙচুর করে। মির্জাপুর থানার ওসি রেজাউল করিম জানান, দুই পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>