<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে উচ্চ আদালতে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির মধ্যে ৯ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়েছে সরকার। অন্য দুজনকে আরো ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে রাখা হয়েছে। গতকাল আইন মন্ত্রণালয় এই নিয়োগের আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে। স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি হলেন মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এ কে এম রবিউল হাসান। আর অতিরিক্ত হিসেবে মেয়াদ বাড়ানো হয়েছে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসাইন দোলনের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। আর রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের দুজন অতিরিক্ত বিচারপতিকে অতিরিক্ত বিচারচক হিসেবে নিয়োগ দিয়েছেন। </span></span></span></span></p>