<p>একাদশ অধ্যায়<br /> বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন</p> <p> জ্ঞানমূলক প্রশ্ন<br /> ১। কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?<br /> উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।<br /> ২। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত?<br /> উত্তর : কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪।<br /> ৩। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা কোনটি?<br /> উত্তর : জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হলো নিরাপত্তা পরিষদ।<br /> ৪। বাংলাদেশ কত সালে সর্বপ্রথম শান্তিরক্ষী বাহিনীতে সেনা প্রেরণ করে?<br /> উত্তর : বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম শান্তিরক্ষী বাহিনীতে সেনা প্রেরণ করে।<br /> ৫। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?<br /> উত্তর : আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।<br /> ৬। জাতিসংঘ কোন ধরনের সংস্থা?<br /> উত্তর : বিশ্বশান্তি ও সহযোগিতার মহান লক্ষ্য নিয়ে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা।<br /> ৭। কমনওয়েলথের পূর্ব নাম কী?<br /> উত্তর : কমনওয়েলথের পূর্ব নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস।<br /> ৮। হেগ শহর কোথায় অবস্থিত?  <br /> উত্তর : হেগ শহর নেদারল্যান্ডে অবস্থিত।<br /> ৯। OIC-এর পূর্ণরূপ লেখ।<br /> উত্তর : OIC-এর পূর্ণ রূপ হলো Organisation of Islamic Co-operation.<br /> ১০। SAARC-এর পূর্ণ রূপ কী?<br /> উত্তর : SAARC-এর পূর্ণ রূপ South Asian Association for Regional Co-operation.<br /> ১১। জাতিসংঘের প্রথম মহাসচিব কে<br /> ছিলেন?<br /> উত্তর : জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি।<br /> ১২। আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ করেন কারা?<br /> উত্তর : আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ করে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদ।<br /> ১৩। বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে কী বলে অভিহিত করা হয়?<br /> উত্তর : বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে ‘The Cream  of UN Peacekeepers’ নামে অভিহিত করা হয়।<br /> ১৪৷ আন্তর্জাতিক আদালত কী?  <br /> উত্তর : বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ মীমাংসার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের অঙ্গ সংগঠনকে আন্তর্জাতিক আদালত বলে।<br /> ১৫। কমনওয়েলথপ্রধান কে?  <br /> উত্তর : কমনওয়েলথপ্রধান ব্রিটেনের রাজা বা রানি।<br /> ১৬। কমনওয়েলথ কী?<br /> উত্তর : ব্রিটিশ শাসন থেকে মুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠনই হলো কমনওয়েলথ।<br /> ১৭। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়?<br /> উত্তর : সার্ক ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।  <br /> ১৮। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?<br /> উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে।</p>