<p>তৃতীয় অধ্যায়<br /> সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন<br /> জ্ঞানমূলক প্রশ্ন</p> <p>[পূর্ব প্রকাশের পর]<br /> ৬৩। খাদ্যের পুষ্টিমান কিসের ওপর নির্ভর করে?<br /> উত্তর : খাদ্যের পুষ্টিমান সুষ্ঠু রন্ধনপ্রক্রিয়ার ওপর নির্ভর করে।    ৬৪। একটি শিশুর জন্মের সময় তার ওজন কমপক্ষে কত থাকা উচিত?<br /> উত্তর : একটি শিশুর জন্মের সময় তার ওজন কমপক্ষে ২৫০০ গ্রাম থাকা উচিত।                   ৬৫। পুষ্টিহীনতার অন্যতম কারণ কোনটি?<br /> উত্তর : পুষ্টিহীনতার অন্যতম কারণ দারিদ্র্য।<br /> ৬৬। খাদ্যের অভাবে প্রত্যক্ষভাবে সৃষ্ট সমস্যা কোনটি?<br /> উত্তর : খাদ্যের অভাবে প্রত্যক্ষভাবে সৃষ্ট সমস্যা পুষ্টিহীনতা।<br /> ৬৭। কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়?<br /> উত্তর : ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়।     ৬৮। প্রাচীনকালে যৌতুক প্রথা কোন সমাজের প্রথা হিসেবে বিবেচিত হতো?<br /> উত্তর : প্রাচীনকালে যৌতুক প্রথা হিন্দু সমাজের প্রথা হিসেবে বিবেচিত হতো।<br /> ৬৯। ম্যালথাসের মতে কত বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হয়?<br /> উত্তর : ম্যালথাসের মতে ২৫ বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হয় ।<br /> ৭০। বিবাহের প্রাথমিক শর্ত কী?<br /> উত্তর : বিবাহের প্রাথমিক শত ছেলে-মেয়ের উপযুক্ত বয়স।<br /> ৭১। মেয়েদের সন্তান জন্মদানের বয়সসীমা সাধারণত কত?<br /> উত্তর : মেয়েদের সন্তান জন্মদানের বয়সসীমা সাধারণত ১৫-৪৯ বছর।<br /> ৭২। বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি?<br /> উত্তর : বাল্যবিবাহের প্রধান কারণ মেয়েদের অর্থনৈতিক নির্ভরশীলতা।         <br /> ৭৩। কোন দশক থেকে বাংলাদেশের মাদকের সূচনা হয়েছে?<br /> উত্তর : আশির দশক থেকে বাংলাদেশের মাদকের সূচনা হয়েছে।<br /> ৭৪। সাধারণভাবে মাদকাসক্তি বলতে কী বোঝায়?<br /> উত্তর : সাধারণভাবে মাদকাসক্তি বলতে বোঝায় মাদকদ্রব্যের প্রতি আসক্তি।<br /> ৭৫। কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রণীত হয়?<br /> উত্তর : ১৯৮৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রণীত হয়।<br /> ৭৬। কোনটি বাংলাদেশের মাদক বিস্তারের অন্যতম কারণ?<br /> উত্তর : ভৌগোলিক অবস্থা বাংলাদেশের মাদক বিস্তারের অন্যতম কারণ।<br /> ৭৭। কোনটি মাদকদ্রব্যের প্রসার বেশি হওয়ার কারণ?<br /> উত্তর : মাদকদ্রব্যের প্রসার বেশি হওয়ার কারণ প্রশাসনিক দুর্বলতা।<br /> ৭৮। মাদকের প্রাথমিক ক্রেতা কারা?<br /> উত্তর : মাদকের প্রাথমিক ক্রেতা যুবকরা।                                    <br /> ৭৯। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি?<br /> উত্তর : আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস ১৩ জুন।                                   <br /> ৮০। আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ধ্বংসের মুখে কেন?<br /> উত্তর : মাদকাসক্তির কারণে  আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ধ্বংসের মুখে।                <br /> ৮১। গ্রিক শব্দ Autos-এর বাংলা প্রতিশব্দ কী?<br /> উত্তর : গ্রিক শব্দ Autos-এর বাংলা প্রতিশব্দ স্বয়ং।                                       <br /> ৮২। ইংরেজি Autism শব্দের অর্থ কী?<br /> উত্তর : ইংরেজি Autism শব্দের অর্থ আত্মসংবৃতি।<br /> ৮৩। অটিজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় কত সালে?<br /> উত্তর : অটিজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪৩ সালে।                          <br /> ৮৪। অটিজম কী?<br /> উত্তর : মস্তিষ্কের বিকাশসংশ্লিষ্ট প্রতিবন্ধিতাকে অটিজম বলে।<br /> ৮৫। আন্তর্জাতিক অটিজমবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন কে?<br /> উত্তর : আন্তর্জাতিক অটিজমবিষয়ক দূত হিসেবে দায়িত্ব পালন করছেন সায়মা ওয়াজেদ।<br /> ৮৬। ‘The Population Bomb’ গ্রন্থের লেখক কে?<br /> উত্তর : ‘The Population Bomb’ গ্রন্থের লেখক পল এনরিখ।     ৮৭। অটিজম জন্মের কত বছরের মধ্যে প্রকাশ পায়?<br /> উত্তর : অটিজম জন্মের তিন বছরের মধ্যে প্রকাশ পায়।<br /> ৮৮। অটিজম সচেতনতা দিবস কোনটি?<br /> উত্তর : অটিজম সচেতনতা দিবস ২ এপ্রিল     <br /> ৮৯। বৈশ্বিক উষ্ণায়ন কী?<br /> উত্তর : পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি    ৯০। কোন শতাব্দীতে বিশ্বব্যাপী ব্যাপক শিল্পায়ন শুরু হয়?<br /> উত্তর : অষ্টাদশ শতাব্দীতে বিশ্বব্যাপী ব্যাপক শিল্পায়ন শুরু হয়।                           <br /> ৯১। জলবায়ু পরিবর্তনের অন্যতম নিয়ামক কী?<br /> উত্তর : জলবায়ু পরিবর্তনের অন্যতম নিয়ামক বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি।</p>