kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়. মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেপঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

অঙ্কন : মাসুম

সংক্ষিপ্ত প্রশ্ন

একাদশ অধ্যায়

আবহাওয়া ও জলবায়ু

[পূর্ব প্রকাশের পর]

২২। কালবৈশাখী কী?

            উত্তর : সঞ্চরণশীল ধূসর মেঘ সোজা ওপরে উঠে গিয়ে জমা হয়। পরে এই মেঘ ঘনীভূত হয়ে ঝোড়ো হাওয়া, ভারি বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী।

২৩। কালবৈশাখী কখন হয়?

            উত্তর : কালবৈশাখী সাধারণত বিকেলবেলায় বেশি হয়।

২৪। কালবৈশাখী কত কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে?

            উত্তর : কালবৈশাখী ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

২৫। টর্নেডো কী?

            উত্তর : টর্নেডো হলো সরু, ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ।

২৬। টর্নেডো কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?

            উত্তর : টর্নেডো আকারে সাধারণত এক কিলোমিটারের কম হয়।

 

২৭। ঘূর্ণিঝড় বা সাইক্লোন কী?

            উত্তর : ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়।

২৮। ঘূর্ণিঝড় কত কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়?

            উত্তর : ঘূর্ণিঝড় ৫০০ থেকে ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়।

২৯। ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়?

            উত্তর : অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। ফলে ওই সব স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়  সৃষ্টি হয়।

 

দ্বাদশ অধ্যায়

জলবায়ু পরিবর্তন

১।        জলবায়ু কী?

            উত্তর : জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ (৩০-৪০ বছর) সময়ের গড় অবস্থা।

২।        জলবায়ু পরিবর্তন কী?

            উত্তর : আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন।

৩।        পৃথিবীর গড় তাপমাত্রা কিভাবে নির্ণয় করা হয়?

            উত্তর : পৃথিবীর সব স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করা হয়।

৪।        বৈশ্বিক উষ্ণায়ন কী?

            উত্তর : পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলছে। তাপমাত্রা এভাবে বেড়ে পৃথিবী অত্যধিক গরম হতে চলছে এবং বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির আশঙ্কা বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে।

৫।        বৈশ্বিক উষ্ণায়নের দুটি কারণ লেখো।

            উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের দুটি কারণ হলো—

            ক) অধিক হারে বৃক্ষনিধন ও

            খ) পরিবেশদূষণ।

৬।        বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট দুটি ক্ষতিকর প্রভাব লেখো।

            উত্তর : বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট দুটি ক্ষতিকর প্রভাব হলো—অনাবৃষ্টি এবং প্রতিবছর বন্যার সৃষ্টি।

৭।        গ্রিনহাউস কী?

            উত্তর : গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর, যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব থাকে।

৮।        বায়ুমণ্ডল কী?

            উত্তর : বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর।

৯।        বায়ুমণ্ডলের কোন কোন গ্যাস গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে?

            উত্তর : বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করে।

 

১০। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে কেন?

            উত্তর : বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বনভূমি ধ্বংসের ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে।

১১।      জলবায়ু পরিবর্তনের ফলে কী কী প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাবে?

            উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাবে। যেমন—

            ক) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি পাবে;

            খ) হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে;

            গ) বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে;

            ঘ) সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে।

১২। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার দুটি কৌশল লেখো।

            উত্তর : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার দুটি কৌশল হলো—

            ক) জলবায়ু পরিবর্তনের হার কমানো;

            খ) জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন।

১৩। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন কী?

            উত্তর : পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন।সাতদিনের সেরা