ঢাকা, শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৭

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস, গ্রেপ্তার ৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। সম্প্রতি গ্রেপ্তার এই পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও তিনজন পরীক্ষার্থী।

গ্রেপ্তার পাঁচজন হলেন ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন (২৬) ও সুজন চন্দ্র রায় (২৫) এবং পরীক্ষার্থী মনিষ গাইন (৩৯), পংকজ গাইন (৩০) ও লাভলী মণ্ডল (৩০)।

গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ২৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের ২১ জেলার সাড়ে তিন লাখ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা চলাকালে প্রশ্নের উত্তরপত্র, ডিভাইসসহ মাদারীপুরে সাত ও রাজবাড়ীতে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দুই জেলায় পৃথক মামলা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাজবাড়ীতে গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থী আদালতে নিজের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান কিভাবে, কখন তাঁর মোবাইল ফোনে উত্তরপত্র এসেছে। মাদারীপুরে গ্রেপ্তার পরীক্ষার্থীদের বেশির ভাগই জামিনে বের হয়ে যান। ঘটনাটি তদন্তের জন্য মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের অনুরোধে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ তদন্তে নামে।
পরে গ্রেপ্তার করা হয় জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্রকে। তাঁরা ডিবিকে জানান, পরীক্ষার আগেই তাঁরা প্রশ্ন সমাধানের জন্য পেয়েছেন। প্রশ্ন সমাধানের দায়িত্ব পান জ্যোতির্ময়ের চাচা অসীম গাইনের মাধ্যমে।

পুলিশের দাবি, প্রশ্নপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা দেওয়ার আশ্বাসে জ্যোতির্ময়দের দিয়ে প্রশ্ন সমাধান করান অসীম। জ্যোতির্ময়, সুজনসহ সাতজন ঢাবির জগন্নাথ হলে বসে প্রশ্নের সমাধান করে অসীমের কাছে পাঠান।

পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের কাছে পাঠান অসীম। তাঁদের সমাধান করে দেওয়া প্রশ্নের মধ্যে ৭২ থেকে ৭৫টিই মিলেছে।

ডিবি জানায়, অসীম পরীক্ষার দুই-তিন মাস আগে থেকেই পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন। বিশেষ করে চাকরির বয়স শেষের পথে, এমন পরীক্ষার্থীদের টার্গেট করতেন। তাঁদের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য ১২ থেকে ১৪ লাখ টাকায় চুক্তি করতেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

১৯ বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১৯ বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি আবার শুরু হতে যাচ্ছে। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে এ তথ্য জানিয়েছে বিটিভি। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়ালিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল পর্যন্ত অনুষ্ঠানটির সম্প্রচার চলে।

২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরুর পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে অনুষ্ঠানটি।

মন্তব্য

আজ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আজ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ ঢাকার কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার গ্রাহকরা। গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ বলেছে, চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধাবাড়ী, সানারপাড়, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

 

মন্তব্য
৪৬তম বিসিএস

আনন্দ মোহন কলেজের বদলে নতুন পরীক্ষাকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আনন্দ মোহন কলেজের বদলে নতুন পরীক্ষাকেন্দ্র

৪৬তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর অবশিষ্ট বিষয়ের পরীক্ষার জন্য ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। গতকাল বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আজ ১৪ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের পদসংশ্লিষ্ট অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের পরিবর্তে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য

শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে মোদি বরাবর জাগপার চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে মোদি বরাবর জাগপার চিঠি

জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর নিন্দা ও প্রতিবাদপত্র দিয়েছে জাগপা। গতকাল বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয়। এর আগে সকালে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান চিঠি স্বাক্ষরের পর আসাদ গেটে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাগপা সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা করে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেনপ্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ