<p style="text-align: justify;">লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম ডাকু (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। </p> <p style="text-align: justify;">শুক্রবার (২৬ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার অপির উদ্দিনের ছেলে।</p> <p style="text-align: justify;">বিজিবি ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ডাকুসহ কয়েক বাংলাদেশি ভারতীয়দের সহযোগিতায় গরু আনতে সীমান্তে যায়। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ টহল দলের ছোঁড়া গুলিবিদ্ধ হয় ডাকু। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে।   </p> <p style="text-align: justify;">হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদ ডাকু মারা যায় জানিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ দুপুরে বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের লাশ লালমনিরহাটে পাঠানোর প্রস্তুতি চলছে।’</p> <p style="text-align: justify;">পাটগ্রামের ঝালাংগী বিজিবি কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন জানান, বাংলাদেশিকে হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকে বসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।</p>