<p>২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার এবার খেলছেন টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের হয়ে। আজ চেন্নাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে মুস্তাফিজ জানিয়েছেন, দলটির হয়ে খেলা স্বপ্ন ছিল তাঁর।</p> <p>পাঁচ মিনিট চৌদ্দ সেকেন্ডের ভিডিওতে মুস্তাফিজ তাঁর ক্রিকেটার হয়ে ওঠার গল্প, আইপিএল অভিজ্ঞতাসহ অনেক বিষয়েই কথা বলেছেন। চেন্নাইয়ের হয়ে ডাক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। যখন আমি খেলা শুরু করেছি, বিশেষ করে আইপিএলে ২০১৬ সালে, তার পর থেকেই চেন্নাইয়ের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আমি যখন ডাক পাই, ওই রাতে আমার ঘুম আসছিল না। পরদিন আমার খেলা ছিল, আমি তখন নিউজিল্যান্ডে। রাতে আমি ঘন্টা খানেকের মতো ঘুমিয়েছিলাম। দেখি শুধু ম্যাসেজ আসছেই। সবাই অভিনন্দন জানাচ্ছে যে, তুমি চেন্নাই দলে সুযোগ পেয়েছো।'</p> <p>আইপিএলে নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন মুস্তাফিজ, 'অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব তারকারা থাকে। সব দেশের। আমার কাছে মনে হয়, এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে। বেশ ভালো লাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন, তখন সেটা আলোচনাও হয় বেশি। আমার সসসময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। অনেক ক্রাউড থাকে।'</p> <p>ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনাতে গিয়ে মুস্তাফিজ বলেন, 'আমার গ্রাম সাতক্ষীরার কালিগঞ্জ। আমরা চার ভাই। সবাই ক্রিকেট পাগল। এলাকার টুর্নামেন্টগুলোতে ভাইয়েরা খেলায় নিয়ে যেতো। আমি তো সে সময় ছোট ছিলাম। বাইরে থেকে যেসব খেলোয়াড় আসতো, তাদের সে সময় বল করতাম। বাঁ হাতে বল করতাম। এক বড় ভাই, আমার বড় ভাইকে একদিন বলে, ''তোর ভাই তো ভালো বোলিং করে।'' এভাবেই আসলে আসা আস্তে আস্তে ক্রিকেটে আসা।'</p>