<p>ঘুরতে এসে ৩ হাজার ৫০০ বছরের পুরানো একটি বয়ামটি দুর্ঘটনাক্রমে ভেঙ্গে ফেলেছে চার বছর বয়সী এক ছেলে শিশু। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের একটি জাদুঘরে।  মাটিতে পড়ে বয়ামটি  টুকরো টুকরো হয়ে যায়। কাচের বেষ্টনী ছাড়াই যাদুঘরের প্রবেশদ্বারের কাছে বয়ামটি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। যাদুঘরটির কর্তৃপক্ষ বিশ্বাস করে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে কোনো বাধা ছাড়া প্রদর্শনের মধ্যে ‘বিশেষ আকর্ষণ’ থাকে। </p> <p>‘হাইফার হেচট’ নামের মিউজিয়ামের কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে,  ব্রোঞ্জ যুগের (খ্রিষ্টপূর্ব ২২০০ থেকে ১৫০০) অক্ষত পাত্রটি ছিল জাদুঘরের বিরল প্রত্নবস্তুর মধ্যে একটি, কারণ এটি অক্ষত ছিল। পাত্রটি প্রাচীনকালে ওয়াইন এবং জলপাই তেল বহনে ব্যবহৃত হতো।</p> <p>ছেলেটির বাবা অ্যালেক্স বলেছেন, তার ছেলে কৌতূহলবশত বয়ামটি সামান্য টেনেছিল, ভিতরে কী আছে তা দেখার জন্য। কিন্তু এটি মাটিতে পড়ে ভেঙ্গে যায়। অ্যালেক্স আরো বলেন, ‘ভেঙে যাওয়া বয়ামের পাশে আমার ছেলেকে দেখে চমকে যাই এবং প্রথমে ভেবেছিলাম আমার সন্তান এটা করেনি।’ তবে ছেলেকেকে শান্ত করার পর তিনি নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন বলে বিবিসিকে জানান অ্যালেক্স।</p> <p>হেচট মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শিশুটিকে এবং তার পরিবারকে আবার প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে। জাদুঘরের পক্ষ থেকে লিহি লাসজলো বিবিসিকে বলেছেন,  ‘এমন উদাহরণও রয়েছে যেখানে প্রদর্শনের জন্য রাখা জিনিসগুলোর ইচ্ছা করেই ক্ষতি করা হয় এবং এই ধরনের ঘটনা খুব কঠোর ও গুরুত্বের সঙ্গে দেখা হয়, এমনকি পুলিশও ডাকা হয়।’</p> <p>তিনি বলেন, ‘তবে শিশুটির ক্ষেত্রে এমন পরিস্থিতি ছিল না। জাদুঘর পরিদর্শনে একটি ছোট শিশু দুর্ঘটনাক্রমে বয়ামের ক্ষতি করে ফেলেছে এবং প্রতিক্রিয়াও সেই অনুযায়ীই নেওয়া হবে।’  বয়াম বা জারটি পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য একজন বিশেষজ্ঞও নিযুক্ত করা হয়েছে। তিনি অল্প সময়ের মধ্যে জারটিকে তার জায়গায় ফিরিয়ে আনবে বলে জানান তিনি। </p> <p>ছেলেটির বাবা অ্যালেক্স বলেছেন, জারটি পুনরুদ্ধারের কথা শুনে স্বস্তি বোধ করছেন এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এমন ঘটনা আর ঘটবে না।’</p> <p>জাদুঘরটি বিবিসিকে জানিয়েছে, তারা বিশেষ আকর্ষণের কারণে নিদর্শনগুলো কাচ ছাড়াই প্রদর্শন করে এবং এই দুর্ঘটনা সত্ত্বেও সেই ধারা বজায় রাখবে।</p> <p>সূত্র : বিবিসি</p>