<p>ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালককে গ্রেপ্তার করেছে। একজন ডাক্তার এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই খবর জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বলেন, ‘মুহাম্মাদ আবু সালমিয়াসহ আরো কয়েকজন জ্যেষ্ঠ ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।’</p> <p>আল-শিফা হাসপাতাল উত্তর গাজায় ইসরায়েলের প্রধান আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে হাসপাতালে অভিযান চালিয়েছে। তারা অভিযোগ করেছে,  হামাস যোদ্ধারা গাজা শহরের হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেল ব্যবহার করে হামলা চালায়। তবে হামাস এবং হাসপাতালের কর্মকর্তারা বারবার এই দাবি অস্বীকার করেছেন।</p> <p>বুধবার জাতিসংঘের মানবিক কার্যালয় বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী আল-শিফা হাসপাতাল থেকে দক্ষিণে ১৯০ জন আহত ও অসুস্থ রোগীকে বহনকারী অ্যাম্বুল্যান্স আটকে দেয়। ফলে যাত্রাপথে প্রায় ২০ ঘণ্টা সময় লেগেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) অনুসারে, উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্ত করা ইসরায়েলি সামরিক চেকপয়েন্টগুলোতে দীর্ঘ সময় আহত এবং অসুস্থ ব্যক্তিদের আটকে থাকতে হয়। ফলে তাদের জীবন হুমকিতে পড়ছে।’ এর আগে ‘পিআরসিএস’ জানিয়েছে, ঠাণ্ডায় তিনজন প্যারামেডিক এবং একজন আহত রোগীর স্বজনকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল। তখন রোগীদের দক্ষিণের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। </p> <p>সূত্র : আলজাজিরা </p> <p><br />  </p>