kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

সন্তান জন্ম দিতে আর যাওয়া যাবে না যুক্তরাষ্ট্রে

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০২০ ১৯:২৫ | পড়া যাবে ১ মিনিটেসন্তান জন্ম দিতে আর যাওয়া যাবে না যুক্তরাষ্ট্রে

শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য ভ্রমণ ঠেকাতে নতুন বিধি প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গর্ভবতী নারীদের শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় ভ্রমণ ঠেকাতে নতুন কিছু নিয়ম-নীতি চালু করেছে।

নিয়ম-নীতিগুলো শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে ভ্রমণ নামে পরিচিত এই নতুন বিধিকে একটি কঠোর ব্যবস্থা হিসাবে মনে করা হচ্ছে।

নতুন এই নিয়মে একজন গর্ভবতী নারী যদি যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন, তাহলে তাকে এটা প্রমাণ দিতে হতে পারে যে মার্কিন মাটিতে সন্তান জন্ম দেওয়া ছাড়া তার ভ্রমণের নির্দিষ্ট অন্য কারণ রয়েছে।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সব শিশু দেশটির নাগরিকত্ব পায় - এ আইনের সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলেছে যে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন ভ্রমণ নীতি প্রণয়ন জরুরী।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমাবদ্ধ করার চেষ্টা করছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে প্রশ্ন তোলেন যেখানে ‘যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা আইনগতভাবে সকল ব্যক্তিকে’ নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা