<p>অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন-ফ্রান্স। দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াই আজ রাত ১০টায় পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে।</p> <p>এক মাস আগে মুখোমুখি হয়েছিল স্পেন-ফ্রান্স। ইউরোর সেই সেমি ফাইনালে স্প্যানিশরা ২-১ গোলে হারায় ফ্রান্সকে। ফ্রান্সের অলিম্পিক দলের কেউ অবশ্যই ছিলেন না ইউরো দলে। আছেন শুধু দুজন আলেক্সান্দ্রে লাকাজাত্তে ও জ্যঁ-ফিলিপ মাতেতা। ২৩ বছরের বেশি। যারা এর আগে ফ্রান্সের জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। অন্যদিকে স্পেন দলে ইউরো জেতা অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজ আছেন। ফাইনালে ফরাসিদের জন্য হুমকি হতে পারেন ফারমিন লোপেজ। মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে স্পেনকে জয় এনে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।</p> <p>১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সর্বশেষ সোনা জিতেছিল স্পেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ব্রাজিলের কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্প্যানিশদের। এবার সেই দুঃখ ভুলতে চাইবেন সান্তি দেনিয়ার দল। অন্যদিকে ফরাসিরাও  ৪০ বছর ধরে ক্ষুধার্ত! সর্বশেষ ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল তারা। এরপর গেমসে এটিই তাদের প্রথম ফাইনাল। থিয়েরি অঁরির শিষ্যরা চাইবেন স্পেনকে হারিয়ে সোনা জিততে।</p>