<p style="text-align:justify">অলিম্পিকের বিরল কীর্তিতে নাম তুলেছেন হেনরি ফিল্ডম্যান। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে একই ইভেন্টে নারী-পুরুষ উভয় দলের হয়ে পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের অ্যাথলেট।</p> <p style="text-align:justify">গতকাল প্যারিস অলিম্পিকের রোয়িংয়ে গ্রেট ব্রিটেনের মেয়েরা ব্রোঞ্জ পদক জিতলে ইতিহাসের পাতায় নাম উঠে ফিল্ডম্যান। ৮ জনের রোয়িং দলে কক্সের ভূমিকায় ছিলেন তিনি। কক্সের কাজ হচ্ছে বোটের নিয়ন্ত্রণ করা। বোট কোন দিকে যাবে তার নির্দেশনা দেওয়া। একই ভূমিকায় সবশেষ টোকিও অলিম্পিকে ছেলেদের হয়ে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।</p> <p style="text-align:justify">২০১৬ রিও অলিম্পিকের পর নিয়ম পরিবর্তন হওয়ায় এই সুযোগ পেয়েছেন ফিল্ডম্যান। লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে কক্সের নিয়ম পরিবর্তন করা হয়। নতুন নিয়ম হচ্ছে, ছেলেদের দলে কক্স হিসেবে মেয়েরা থাকতে পারবেন। আবার মেয়েদের দলে ছেলে কক্স থাকতে পারবেন। ব্রিটেনের ইতিহাস সেরা কক্স বিবেচনা করা হয় বিরল কীর্তি গড়া ফিল্ডম্যানকে।</p>