<p>আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী নারীদের মাঝে শাকসবজির বীজ দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ঘোড়াঘাট-কামদিয়া সড়কের দক্ষিণ নয়াপড়া গ্রামে আদিবাসী নারীদের হাতে এসব বীজ তুলে দেন তারা। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন। আরো ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার মো. তুরাগ খান, সহ-সভাপতি মো আফ্রিদি কবির (রাকা), সহ-সভাপতি সুজন রানা, সাধারণ সম্পাদক মো. কাওছার হাবীব ও বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি তুহিন বাবু, সাধারণ সম্পাদক খাজিদা আক্তার জুইসহ অনেকে।</p> <p>বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি বলেন, আজকের দিবসটি গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেতে গ্রামীণ নারীদের ভূমিকার কথা স্মরণ করে দেয়। সেই সঙ্গে মনে করিয়ে দেয় গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্যকে। আজকে গ্রামীণ নারী দিবস উপলক্ষে উপজেলার বেশ কিছু আদিবাসী নারীদের বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে। </p> <p>বসুন্ধরা শুভসংঘের সবার মঙ্গল কামনা করে আদিবাসী নারী এস্ট্রেলা হাঁসদা বলেন, ‘আমরা আদিবাসী সব সময় পিছে থাকি, আজকে বসুন্ধরা শুভসংঘ আমাদের ডেকে এনে শীতকালীন শাক সবজির বীজ দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ এত মহৎ কাজ করে তা আজকে না আসলে আমরা জানতে পারতাম না। আজকে যে গ্রামীণ নারী দিবস সেটাও আমরা জানতাম না। এখানে এসে শুনলাম, আজ না কি গ্রামীণ নারী দিবস।’</p>