<p>হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধি করার জন্য বিশ্বব্যাপী ১৫ অক্টোবর হাত ধোয়া দিবস পালন করা হয়। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিশু শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত দোয়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ?’</p> <p>এ সময় শিক্ষার্থীদের হাত ধোয়ার বিষয়ে পরামর্শ দিয়ে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ে নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রধান শিক্ষক হেলেনা আক্তার, সহকারী শিক্ষক ফারজানা আক্তার, শুভসংঘ ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান, সাধারণ সদস্য রওশনারা রিফাহ্, ফাহমিদা রোশনি প্রমুখ।</p> <p>বিশ্ব হাত ধোয়া দিবসের সূচনা হয় ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতিবছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।</p>