<p style="text-align:justify">কুড়িগ্রামের ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন ফুলবাড়ী সরকারি জসিমিঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলাম, কালের কণ্ঠ’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, প্রশিক্ষক নুর বানু, শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরন্নবী মিয়া। </p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সদস্য বাঁধন, লিমন, পলাশ ও মুরাদ।</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, ফুলবাড়ী সরকারি জসিমিঞা উচ্চ বিদ্যালয়ে এই সেলাই কর্মসূচিতে ২০ জন দরিদ্র নারী স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে সেলাই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।</p>