<p>মৃত সাগরে কেউ ডোবে না, এর কারণ হলো এর অত্যন্ত বেশি লবণাক্ততা। মৃত সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলোর মধ্যে একটি। এর লবণের পরিমাণ সাধারণ সাগরের চেয়ে প্রায় ৮ থেকে ১০ গুণ বেশি। উচ্চ লবণাক্ততা মানুষকে ভাসতে সাহায্য করে। কারণ এর ফলে পানির ঘনত্ব অনেক বেড়ে যায়। সহজ ভাষায়, যেহেতু মৃত সাগরের পানি খুবই ঘন, তাই কেউ ডোবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিমিও গান গায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728212480-1d7748f465b9a359b7aec0f2967840af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিমিও গান গায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/06/1432400" target="_blank"> </a></div> </div> <p>সাধারণত কোনো পদার্থ পানির চেয়ে বেশি ঘন হলে তা পানিতে ডুবে যায়। আর যার ঘনত্ব পানির চেয়ে কম সে বস্তু ভেসে থাকে। সাধারণ সমুদ্রের পানিতে লবণের পরিমাণ প্রায় ৩-৪% থাকে। কিন্তু মৃত সাগরে লবণের পরিমাণ প্রায় ৩০ শতাংশ। এই অতিরিক্ত লবণ মৃত সাগরের পানিকে এত বেশি ঘন করে তুলেছে, এর ঘনত্ব এখানে মানুষের শরীরের তুলনায় অনেক বেশি ঘন হয়ে উঠেছে। ফলে এখানে ডুবে যাওয়া প্রায় অসম্ভব।</p> <p>সূত্র : হাউ ইট ওয়ার্কস</p> <p><br />  </p>