<p>এম সি এশারের বিখ্যাত ছবি ডে অ্যান্ড নাইট। ছবিটা ১৯৩৪ সালে উডকাট প্রিন্টে এঁকেছিলেন। ছবিটার সবচেয়ে বড় সোন্দর্য এর সিমেট্রি। ডান আর বাম দিকের সমতাটা অসাধারণ। এখানেই আসলে প্যারাডক্সটা লুকিয়ে আছে। ছবিটা আঁকা হয়েছে বার্ডস আই ভিউ থেকে, এযুগে যেটাকে ড্রোন ভিউ বলে। অনেক উঁচু একটা পাহাড়ের চূড়া থেকে যেন একটা শহরকে আঁকা হয়েছে। একই ছবিতে একই শহরের দিন ও রাতের একই ল্যান্ডস্কেপে কীভাবে আঁকায় যায়, তার এক জ্বলন্ত উদাহরণ এই ছবি। একই সঙ্গে আকাশ আর মাটিকে একই ফ্রেমে রাখা হয়েছে, কোনোরকম উচ্চতা গ্যাপ ছাড়াই। ছবির কারিশমা বুঝতে হলে, খুব ভালো করে লক্ষ করতে হবে এটাকে।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/12/02/1341809"><span style="color:#2980b9;">আরও পড়ুন: ইমপসিবল ট্রাইবার : আঁকা সহজ, তৈরি করতে পারবেন কি?</span></a></p> <p>বামদিক থেকেই শুরু করুন। কী দেখছেন? একটা ছোট্ট শহর। নদী দিয়ে দুভাগ করা। নদী পার হচ্ছে একদল কালো পাখি, বাম থেকে ডানে উড়ে যাচ্ছে। পাখিগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ফসলের খেত। এবার আরও ডানদিকে এগিয়ে যান, ধীরে ধীরে কালো পাখিগুলো যেন পরিণত হচ্ছে ফসল খেতে। তবে এই খেতগুলো অন্ধকার। </p> <p>অর্থাৎ রাত নেমে আসছে ধীরে ধীরে। আরেকটু ডানে এগোলেই দেখবেন আরেকটা নদী। আরেকটা শহরকে দুভাগ করেছে। এবার একটু ভালো করে লক্ষ করুন, বাম দিকে দিনের বেলায় যে নদী, যে শহর দেখেছেন, সেটার রাতের দৃশ্য যেন ধরা পড়েছে ডানদিকে। তাই, যদি হয়, ডান দিকে দিনের বেলায় কালো পাখি ঝাঁকে নদী পার হতে দেখেছিলাম, এখানেও সেই ঝাঁকটাকে দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, এখানেও ঝাঁকটা আছে, শুধু রংটা বদলে গেছে। এখানে পাখির রঙ সাদা। এখানেও পাখির ফাঁক দিয়ে কালো কালো ফসলি জমি দেখা যাচ্ছে। </p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/12/03/1342102"><span style="color:#2980b9;">আরও পড়ুন: বলুন তো ছবিতে কে কাকে আঁকছে?</span></a></p> <p>বাম থেকে ডানে আসার সময় আমরা দেখেছিলাম কালো পাখিগুলো ধীরে ধীরে গ্রাউন্ড আর ফিগারের মারপ্যাঁচে ফসল খেতে পরিণত হয়েছিল। তেমনি যদি এখন ডান থেকে বামে যান, দেখবেন সাদা পাখিগুলো ধীরে ধীরে ফসল খেতে পরিণত হয়েছে। অর্থাৎ ডান থেকে বামে গেলে দেখবেন অন্ধকার আচ্ছন্ন শহর, নদী ফসল খেত ধীরে ধীরে দিনের আলোয় উদ্ভাসিত হচ্ছে।</p> <p>এখন বলুন তো, এই ছবিতে গ্রাউন্ড কোনটা আর ফিগার কোনটা–সাদা নাকি কালো রংটা?</p> <p>আসলে দুটোই গ্রাউন্ড, দুটোই ফিগার। যখন কালো রংটাকে গ্রাউন্ড হিসেবে দেখবেন, তখন সাদা রংটা ফিগার হিসাবে ধরা দেবে। যখন উল্টোটা করবেন, তখন কালো হবে ফিগার, সাদা হবে গ্রাউন্ড। </p> <p><br />  </p>