<p>আগামী বছর (২০২৫) সরকারি মাধ্যমে যাওয়া হজযাত্রীদের হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। হজ গাইড পদে আবেদন করার সময়সীমা শেষ হবে আগামী ২০ নভেম্বর।</p> <p>মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৫ ক্যাডার কর্মকর্তাদের ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন কর্মসূচি শুরু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728995315-da127857ddfa792cd91a8eea50f64f05.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৫ ক্যাডার কর্মকর্তাদের ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন কর্মসূচি শুরু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/15/1435425" target="_blank"> </a></div> </div> <p>এতে বলা হয়, ২০২৫ সালের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষে আবেদনের সময় আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিগণ শুধু হজ পোর্টালে www.hajj.gov.bd /hajjguide লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।</p>