<p>কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো ৩ সন্ত্রাসীকে নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা হলেন আসিকুল ইসলাম (৩৭), আমিনুল ইসলাম সুমন (৩৭) ও মো. সোহেল (৩২)। </p> <p>আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের দাবি, আটককৃতরা। হেলমেট পরে আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যাসহ আহত করেছে।</p> <p>জানা গেছে, ওই ৩ জনকে আটক করে ঢাকা কলেজের ভেতরে নিয়ে গণধোলাই দেওয়া হয়। এ সংবাদ পেয়ে নিউমার্কেট থানার পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার এসআই মো. কামাল উদ্দিন। </p> <p>এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বেশকিছু সময় তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে এক পর্যায়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।</p> <p>শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের হেলমেট পরা পিস্তল হাতে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। তাদের পিস্তল হাতে নিয়ে গুলি করার ফুটেজ ও ছবি আমাদের মোবাইলে আছে।</p>