<p>এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ৮টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।</p> <p>খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে ১২ দিন পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সেই কাজও চলছে।’</p> <p>গতকাল সন্ধ্যা ৭টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িতে চড়ে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত সাড়ে ৮টায় বাসায় পৌঁছেন তিনি।</p> <p>গত ৮ জুলাই গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে গত ২ মে তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকরা তাঁকে সিসিইউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।</p> <p>গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। </p> <p>লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিত্সক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সেই দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাঁকে বাসায় নেওয়া হয়েছিল।</p> <p>গত ৭ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে দণ্ড মওকুফ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তির আদেশ দেন। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।</p>