<p>অবশেষে টানা ১০ দিন পরে ফিরেছে মোবাইল ইন্টারনেট। রবিবার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট। এরই মধ্যে অনেকেরই ডাটা অব্যবহৃত অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় সেসব ইন্টারনেট ডাটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। </p> <p>তবে সকল অপারেটরের মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন।</p> <p>এদিকে দেশের মোবাইল অপারেটরগুলো এসএমএসের মাধ্যমে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়টি গ্রাহকদের অবগত করছেন। এমনকি ৫ জিবি ইন্টারনেট বোনাসের কথাও জানাচ্ছেন। কখন এ বোনাস ইন্টারনেট বিনামূল্যে পাবেন, তা জানতে মুখিয়ে আছেন গ্রাহকরা।</p> <blockquote> <p><strong>টেলিটক লিখেছে-</strong></p> <p>প্রিয় গ্রাহক আপনি Tele Talk Gift Volume 5GB পেয়েছেন।</p> <p><strong>বাংলালিংক লিখেছে-</strong></p> <p>আপনার বাংলালিংক 4G ইন্টারনেট চালু আছে। একই সাথে আজকের মধ্যে আপনি পাচ্ছেন ৫জিবি ফ্রি!</p> </blockquote> <p>অপারেটরগুলো জানিয়েছে, কারা এ বোনাস ডাটা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল (যোগ্য) ইন্টারনেট পুরোপুরি চালুর পর তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর এলিজেবল বা যোগ্য গ্রাহকদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তাদের ডাটা প্যাকেজটি চালুও হয়ে যাবে। যখন প্যাকেজটি চালু হবে, তখন থেকে ৭২ ঘণ্টা বা ৩ দিন ডাটা প্যাকেজের মেয়াদ থাকবে।</p> <p><strong>৫ জিবি ডাটা ফেরত পাবেন যারা</strong></p> <p>অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন। তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকদের এ বোনাস দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হতে পারে।</p>