<p>বিভিন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার ধারাবাহিকতায় এবার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনেও প্রার্থী হচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। তিনি হিরো আলম নামে সর্বাধিক পরিচিত। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে গতকাল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি।</p> <p>হিরো আলম বলেন, ‘আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। তাঁরাও চান আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। তাঁরা আমাকে সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আমার প্রতি তাঁদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও তাঁদের আশ্বাস দিয়েছি, তাঁদের পাশে সব সময় থাকব।’</p> <p>এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) এবং সর্বশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে প্রতিটি নির্বাচনেই হেরে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁর। নির্বাচনের প্রচার ও ভোটের দিন হামলার শিকারও হয়েছেন।</p> <p>এর পরও ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি সত্ এবং সাহসী মানুষ। সবাই চান আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি। সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’</p> <p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসন শূন্য হয়। গত ২৩ এপ্রিল এই আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন এ আসনের ভোটগ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। </p> <p>মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ। ব্যালট পেপারে হবে এই নির্বাচন।</p>