<p>রাজধানীর বনানীতে নৌ সদরের সামনে যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। </p> <p>ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। </p> <p>তিনি বলেন, ‘আজ শনিবার বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ </p> <p>তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।’</p>