<p style="text-align: justify;">গাজীপুরে কালিয়াকৈরের আগুনের ঘটনায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে। </p> <p style="text-align: justify;">নিহত কুদ্দুস খান (৪৫) পেশায় দিনমজুর ছিলেন। </p> <p style="text-align: justify;">শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, কুদ্দুসের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টায় তিনি মারা যান। </p> <p style="text-align: justify;">দুই সন্তানের জনক কুদ্দুস খান লালমনিরহাট জেলার কালীগঞ্জের সুরুজ আলীর ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈরের টপস্টারে থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন।</p>