<p>সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের বিপক্ষে ১০ বলে মাত্র ১৩ রান করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন তামিম। আজ রংপুরের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন চট্টগ্রামের হয়ে।  </p> <p>তামিমের এই বিধ্বংসী ইনিংসে ছিল আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা। ১৯৬.৯৭ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি তার স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ (৫০ ছাড়ানো ইনিংসে) স্ট্রাইক রেটের ইনিংস। </p> <p>আজকের ইনিংসে তামিম শুরু করেছিলেন ধীরগতিতে। প্রথম ৭ বলে করেছিলেন ৭ রান। তবে চতুর্থ ওভারে ইবাদত হোসেনকে তিনটি চার মেরে ইনিংসে গতি আনেন তামিম। পরের ওভারে আবু জায়েদকে মারেন দুটি চার।  এরপর মাহফুজুর রাব্বিকে বাউন্ডারি মেরে মাত্র ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। ফিফটির পরের দুই বলেই লং অফ ও লং অন দিয়ে ছক্কা হাঁকান।  </p> <p>তবে ১১তম ওভারে আরেকটি ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। তখন ১০.২ ওভারে চট্টগ্রামের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০৬ রান। ম্যাচটি কুয়াশার কারণে ১৫ ওভারে নির্ধারিত হওয়ায় চট্টগ্রাম শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ১৪৫ রান। <br />  </p>