<p>দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করেছেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।</p> <p>মাহবুব হোসেন বলেন, রমজান উপলক্ষে ভোজ্য তেল, চিনি, চাল, খেজুর<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>এই চার পণ্যে শুল্ক হ্রাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এই চার পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন।</p> <p>মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘স্থায়ী কাঠামো পাচ্ছে দ্রুত বিচার আইন। ২০০২ সালে করা এই আইন আগে দুই বছর পর পর মেয়াদ বাড়ানো হতো। মন্ত্রিসভা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০২৪-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’</p>