<p style="text-align: justify;">টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথগ্রহণ শেষে দলের সংসদীয় সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।</p> <p style="text-align: justify;">সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিকরণে তা গ্রহণ করা হয়।</p> <p style="text-align: justify;">সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপনেতা নির্বাচিত করা হয়।</p> <p style="text-align: justify;"><strong><span style="font-size:22px;"><span style="color:#c0392b;">আরও পড়ুনঃ </span></span></strong></p> <div style="background:#eeeeee;border:1px solid #cccccc;padding:5px 10px;"> <ul> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353678" target="_blank"><span style="font-size:22px;"><strong>এমপি হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353705" target="_blank"><span style="font-size:22px;"><strong>মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়ছেন কারা, আভাস দিলেন সংশ্লিষ্টরা</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353693" target="_blank"><span style="font-size:22px;"><strong>আওয়ামী লীগের পর সংসদে শপথ নিলেন স্বতন্ত্র এমপিরা</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353696" target="_blank"><span style="font-size:22px;"><strong>শপথ নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা</strong></span></a></h2> </li> </ul> </div> <p style="text-align: justify;"> </p> <p style="text-align: justify;">এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারো স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার ও শামসুল হক টুকুকে আবারো নির্বাচনের সিদ্ধান্ত হয়।</p> <p style="text-align: justify;">এ ছাড়া বর্তমান নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।<br />  </p>