<p>তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।</p> <p>আজ শনিবার এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।</p> <p>শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি সত্যের পথে অবিচল ছিলেন অত্যন্ত সাহসের সাথে। দেশ ও মানুষের স্বার্থে আপসহীন ছিলেন মইনুল হোসেন। তাঁর মৃত্যুতে জাতি এক বরেণ্য সন্তানকে হারাল।</p> <p>এদিকে ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।</p> <p>এর আগে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২০০৭ সালে গঠিত সেনা নিয়ন্ত্রিত ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন ব্যারিস্টার মইনুল। সে সময় তিনি তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।</p>