<p>চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার এই পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর যাত্রী নিয়ে এই নতুন রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।</p> <p>বাণিজ্যিক ট্রেন চলাচলের প্রস্তুতি স্বরূপ এরই মধ্যের ভাড়ার তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। ভাড়া নির্ধারণে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব বিবেচনা করা হয়েছে ৫৩৫ কিলোমিটার। এই পথে দ্বিতীয় (সাধারণ) শ্রেণির ভাড়ার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন ১২৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়া সম্ভব হবে।</p> <p>যদিও মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া এর থেকে বেশি। মেইল ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যেতে ভাড়া দিতে হবে ১৭০ টাকা। আর কমিউটার ট্রেনে কক্সবাজার যাওয়ার ভাড়া ২১০ টাকা নির্ধারণ করেছে রেলওয়ে। </p> <p>আজ শুক্রবার রাতে বাংলাদেশ রেলওয়ের সূত্র চূড়ান্ত ভাড়ার বিষয়ে কালের কণ্ঠকে নিশ্চিত করেছে। ভাড়ার তালিকায় মোট ১১টি ধরণ রয়েছে। শুধু আন্তঃনগর ট্রেনেই আট রকমের ভাড়া রয়েছে।</p>