<p style="text-align: justify;">শুধু শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য প্রতিদিন সকালে দুটি বিশেষ মেট্রো ট্রেন চলাচল করবে। সাধারণত প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে মেট্রো ট্রেনের চলাচল শুরু হয়। কিন্তু আগামীকাল বুধবার সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে দুটি বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। </p> <p style="text-align: justify;">তবে এই ট্রেনে চড়তে কাউন্টার থেকে প্রচলিত সাধারণ টিকিট বা একবার ব্যবহার করার ‘ওয়ান টাইম পাস’ সংগ্রহ করার সুযোগ থাকবে না। শুধু এমআরটি বা র‍্যাপিড পাস যাদের আছে তারাই এই বিশেষ ট্রেনে চলাচল করতে পারবে। </p> <p style="text-align: justify;">আজ মঙ্গলবার এমআরটি লাইন-৬-এর উপসচিব ও উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান হয়েছে। </p> <p style="text-align: justify;">বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ট্রেন দুটি সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু রয়েছে এমন সব স্টেশনে থামবে। সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন ছাড়া বাকি সব দিনেই বিশেষ ট্রেন দুটি চলবে। </p> <p style="text-align: justify;"> বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে। আর রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে।</p>